ঘাটাইলে উপজেলা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ঘাটাইল টাঙ্গাইল রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী (২১ মে) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে ঘাটাইল উপজেলা শহর, গ্রামের হাট-বাজার, অলিগলিসহ বিভিন্ন এলাকা ও পথে প্রান্তর। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।
ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচন সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি থাকলেও কৃষক, শ্রমজীবী ও কর্মব্যস্ত মানুষের মাঝে ভোটের আমেজ তৈরি হয়েছে। এদিকে ইতোমধ্যে কয়েকজন প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে। এবার বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ বামজোট, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য রাজনৈতিক দল সমর্থিত কোনো প্রার্থী ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বা প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে ঘাটাইল উপজেলায় ২ জন বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দুই নেতা। তারা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ আরিফ হোসেন (আনারস) এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন (মোটরসাইকেল)।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আরজু (তালা), আতিকুর রহমান (চশমা), বিএনপি পরিবার থেকে আগত আব্দুস ছালাম খান আওয়াল (টিউবওয়েল) প্রতীক নিয়ে লড়ছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী (সেলাই মেশিন), বিএনপির উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা জেসমিন পাপিয়া (প্রজাপতি) এবং সাবেক ইউপি মহিলা মেম্বার নাজমুন নাহার নাজমা (কলসি) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে ঘাটাইল উপজেলা বিএনপির নাসির গ্রুপের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, আমি তাদের নিষেধ করে দিয়েছি। তবে দলের নির্দেশনা অমান্য করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের বিধি অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হবে।
ঘাটাইল উপজেলা নির্বাচন অফিসার জন কেনেথ রিছিল টাঙ্গাইল নিউজবিডিকে জানান, নির্বাচন ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন। কোথাও যদি আচরণ বিধিমালার লঙ্ঘন হয় আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করছি।
ঘাটাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৭৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ২৬৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫১৪ জন। মোট ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১২০টি কেন্দ্রে ৮৭১টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

৩১৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *