স্টাফ রিপোর্টার ॥
খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের স্বল্পমেয়াদি জাতের সম্প্রসারণ ও সরিষার আবাদ বৃদ্ধির লক্ষে টাঙ্গাইল জেলার উপ-সহকারী কৃষি অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কবির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আহসানুল বাসার। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মাহমুদুল হাসান, মধুপুর উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্মী।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২০০ উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন।