
স্টাফ রিপোর্টার ॥
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী (২১ মে) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে ভূঞাপুর উপজেলা শহর, গ্রামের হাট-বাজার, অলিগলিসহ বিভিন্ন এলাকা ও পথে প্রান্তর। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।
ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ ও একজন বিএনপি সমর্থিতসহ মোট ৫ জন প্রার্থী কাগজে কলমে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করলেও গত (৮ মে) থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভূঞাপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ (মোটরসাইকেল) ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা (আনারস) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে সরে যাওয়ার কোন ঘোষণা দেননি তারা।
অপর তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে নানা কৌশলে ভোট প্রার্থণা করছেন। তারা হচ্ছেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগ নেত্রী নার্গিস বেগম (দোয়াতকলম), আওয়ামী লীগ নেতা ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু (ঘোড়া)।
ভূঞাপুর উপজেলায় পরিষদের ভাইস চেয়ারম্যান পদে খোরশেদ আলম (টিয়াপাখি), ওয়াজেদ আলী খান (মাইক), আরিফুল হক (টিউবওয়েল) ও মনিরুল ইসলাম (তালা) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলিফ নুর (প্রজাপতি), মঞ্জুয়ারা বেগম (পদ্মফুল), সাদিয়া আফরিন খানম (ফুটবল) ও হোসনে আরা বেবী (কলসী) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভূঞাপুর উপজেলার ভোটাররা টাঙ্গাইল নিউজবিডিকে জানান, দলীয় প্রতীক না থাকায় ভোটের মাঠে লড়াইয়ে এবার ব্যাপক প্রতিযোগিতা হবে। চেয়ারম্যান ও পুরুষ-মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় কর্মী সভা, সমাবেশ, পথসভা, মাইকিং ও তাদের নিজ নিজ কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে, যেসব প্রার্থী এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, মাদক ও সন্ত্রাসরোধে কাজ করবেন তাদেরকেই ভোটের মাধ্যমে বেছে নিবেন বলে জানিয়েছেন ভোটাররা।
জানা যায়, বিগত ১৯৭৪ সালের (৭ আগস্ট) টাঙ্গাইল জেলার গোপালপুর থেকে বিচ্ছিন্ন হয়ে ভূঞাপুর স্বতন্ত্র থানার মর্যাদা লাভ করেন। এরপর বিগত ১৯৮৩ সালের (২৪ মার্চ) ভূঞাপুরকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। এই উপজেলায় মোট ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী- উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ৩২৭ জন এবং মহিলা ভোটার ৮৩ হাজার ১৮৫ জন।