স্টাফ রিপোর্টার ।।
সম্প্রতি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর বাবুল মিয়ার বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ এই দরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
শনিবার (১৮ মে) তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাবুল মিয়ার বসতবাড়িতে গিয়ে পরিবারের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন এবং বাবুল মিয়ার নতুন ঘর পরিদর্শন করেন। এসময় তিনি যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন পরিবারটির প্রতি। পরিদর্শনকালে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।