স্টাফ রিপোর্টার ॥
“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানে টাঙ্গাইলে সততা সংঘের মেধাবৃত্তি প্রদান ও দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
সোমবার (২০ মে) সকালে দুর্নীতি দমন কমিশনের টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান হয়।
দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাছির উদ্দিন এর সভাপতিত্বে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দেবাশীষ কুমার দেব, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম এবং দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
টাঙ্গাইলে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৩০ Views