কালিহাতী উপজেলা নির্বাচনে কেন্দ্রে পৌছেছে ব্যালট বাক্স

কালিহাতী টাঙ্গাইল রাজনীতি

সোহেল রানা, কালিহাতী ॥
রাত পোহালেই টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। এ উপলক্ষে সোমবার (২০ মে) দুপুর ১২ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়। এরপরই উপজেলার ১৩ ইউনিয়ন ও দুটি পৌরসভার ১১৫ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান পুলিশ ও আনসারসহ নির্বাচনে দায়িত্ব প্রাপ্তরা।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের দিন মঙ্গলবার (২১ মে) ভোরে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার।
৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ জন চেয়ারম্যান প্রার্থী হলেন- কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা (মোটরসাইকেল), কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এএস এম সিদ্দিকী আজাদ সিদ্দিকী (আনারস) ও বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসমত আলী (দোয়াত কলম)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান (টিউবওয়েল), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্যাহ সরকার (চশমা), জেলা কৃষক লীগের সহ-সভাপতি জমীর উদ্দিন আমেরী (বই), উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সংবাদ মাহমুদুল হাসান দীপুল (তালা) ও আব্দুল বারেক সরকার (উড়োজাহাজ)।
একই সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী হলেন- উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা খাতুন বৃষ্টি (ফুটবল) ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন (প্রজাপতি)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালিহাতী উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার ৭৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮১ হাজার ৪৪৫ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার ৩৪৫ জন ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ২ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন জানান, সুষ্ঠু ও সুন্দর ভোট গ্রহণের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণ হতে শুরু করে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। এ ছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য উপস্থিত থাকবেন। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আশা করছি, কালিহাতী উপজেলাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও গণনা শেষ হবে। আইন-শৃঙ্খলা বাজায় রাখার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

২২০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *