
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৮ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের টানা চারবারের সংসদ সদস্য প্রয়াত একাব্বর হোসেনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস), সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান (মোটরসাইকেল)।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বর্তমান ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম (তালা) ও ব্যবসায়ী শওকত হোসেন (টিউবওয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল), টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাঁস) ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা শাহরীন (কলস)।
প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনের প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত প্রয়াত সাংসদ বাবা একাব্বর হোসেনের কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা শুরু করেছেন।