
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল ও ভূঞাপুর এই তিনটি উপজেলায় শান্তিপূর্ণভাবে মঙ্গলবার (২১ মে) উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুল হাসান দীপুল (তালা) প্রতীকে ৩৮ হাজার ৭৫৭ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্যাহ সরকার (চশমা) প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৪৪৫ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৫৩৯ ভোট, আব্দুল বারেক (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৫৫ ভোট ও জমির উদ্দিন (বই) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭২০ ভোট।
ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল) প্রতীকে আব্দুস ছালাম খান আওয়াল ৪৩ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আরজু (তালা) প্রতীকে ২৮ হাজার ৯০০ ভোট ও আতিকুর রহমান আতিক (চশমা) প্রতীকে ২০ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন।
ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু (তালা) প্রতীকে ২৮ হাজার ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল হক (টিউবওয়েল) প্রতীকে ৯ হাজার ২৪১ভোট পেয়েছেন, ওয়াজেদ আলী খান (মাইক) প্রতীকে ১ হাজার ১৭৬ ভোট পেয়েছেন ও খোরশেদ আলম (টিয়া পাখি) প্রতীকে ৭৩২ ভোট পেয়েছেন।
মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে জেলার কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ৮টা একটানা বিকেলে ৪টা পর্যন্ত চলে।
টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৭ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।