টাঙ্গাইলে অক্সেন টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন থ্রি স্টার একাডেমি

খেলা টাঙ্গাইল দেলদুয়ার

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে অক্সেন-টি টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নলশোঁধা থ্রি স্টার একাডেমি। বুধবার (২২ মে) অনুষ্ঠিত ফাইনালে তারা দশকিয়া আহাদ ক্রিকেট একাদশকে হারিয়েছে ১৬ রানে।
ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন অক্সেন হাইটেক এর ব্যবস্থাপনা পরিচালক উদয় হাকিম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন মোরশেদ, বেসরকারি সংস্থা নিরাপদ সমাজের নির্বাহী পরিচালক জয়দেব গোপ, বীণা-পাণি কিশোর সমিতির সভাপতি রাজিব চন্দ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু, সদস্য গোপী নাথ বসাক, সঙ্গীত শিল্পী সবুজ বাঙ্গালী প্রমূখ।
ফাইনাল ম্যাচের মধ্য বিরতিতে উপস্থিত ছিলেন ফাইনালের প্রধান অতিথি দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী লায়ন এম শিবলী সাদিক। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান এসএম এহ্সানুল হক সুমন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান হৃদয় প্রমূখ। সভাপতিত্ব করেন পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামপ্রসাদ সরকার।
মোট ৮ টি দল নিয়ে পাথরাইল ফ্রেন্ডস ক্লাব আয়োজন করেছিল অক্সেন টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের। মাদকমুক্ত যুব সমাজ গঠণ, সাইবার আশক্তি রোধ এবং ক্রীড়াক্ষেত্রে বর্তমান প্রজন্মকে উৎসাহিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

২০৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *