
হাবিবুর রহমান, মধুপুর ॥
এক জমিতে একধিক ফসল। তেল জাতীয় ফসলের চাষ বৃদ্ধি। স্বল্প জীবন কালীন ফসল চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে এক সাথে একই জাতের ধান চাষ করার পরপরই উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করার জন্য মধুপুরে শুরু হয়েছে সমলয় চাষাবাদ পদ্ধতি। চলতি বছর রবি মৌসুমে নরকোনা বিলে স্বল্প জীবনকালের হাইব্রিড জাতের ধান চাষের মধ্যে দিয়ে শুরু হয়েছে সমলয় চাষাবাদ পদ্ধতি।
রবি মৌসুমে সমলয় চাষাবাদ পদ্ধতিতে রোপন করা স্বল্প জীবন কালের ধান কাটা শুরু করেছে
কৃষকরা। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে মধুপুর পৌরসভার নরকোনা গ্রামে এক সাথে একই জাতের ধান রোপনের পর কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে ধানকাটা উৎসবের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। এ সময় অন্যান্যরে মধ্যে উপস্থতি ছিলেন মধুপুর থানার অফির্সার ইনর্চাজ মোল্লা আজিজুর রহমান, মধুপুর উপজেলা কৃষি র্কমর্কতা শাকুরা নাম্মী, মধুপুর প্রেসক্লবের সভাপতি হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ র্কমর্কতা তাজমীনূর রাত্রী, উপ-সহকারী কৃষি র্কমর্কতা আব্দুর রহীম রাজু, তাপস কুমার সরকার প্রমুখ।
সমলয় চাষাবাদ পদ্ধতির ফলে এক জমিতে বছরে একাধিক ফসল পাচ্ছে কৃষকরা। স্বল্প জীবন কালের হাইব্রিড জাতের বোরো ধান কাটার পর স্বল্প জীবন কালের আমন চাষ করার সুযোগ পাচ্ছে কৃষকরা।
মধুপুর উপজেলা কৃষি র্কমর্কতা শাকুরা নাম্মী জানান, স্বল্প জীবন কালের এ ধান কাটার পর আমন চাষের অসল সময়ে জমিতে সরিষা চাষের পর সহজেই বোরো চাষ করা যায়। এতে আমন বোরো মধ্যে সময়ে বাড়তি ফসল সরিষা পাওয়া যায়। নরকোনা গ্রামে সমলয় চাষাবাদে কৃষক এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা এ র্কমর্কতার।