স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বুরো বাংলাদেশের নবনির্মিত আঞ্চলিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ মে) বিকেলে শহরের মেইনরোড থানা পাড়ায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ আঞ্চলিক ভবনের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বুরো বাংলাদেশের গভর্নিং বডির চেয়ারম্যান এম এ ইউসুফ খান। বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাখেন বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক (অর্থ) এম মোশাররফ হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক সিরাজুল ইসলাম, সাধারণ পরিষদের সদস্য আলতাফ হোসেন, গভর্নিং বডির সদস্য মাহবুব সাদিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, বিশিষ্ট ব্যক্তিত্ব হারুন অর রশিদ প্রমুখ।
এ সময় বুরো বাংলাদেশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে বুরো বাংলাদেশের নবনির্মিত আঞ্চলিক ভবনের উদ্বোধন
২৬০ Views