স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদরসহ বিভিন্ন স্থানে রোববার (২৬ মে) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দু:খ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত (লিকেজ মেরামত) কাজের জন্য টাঙ্গাইল সদর উপজেলা, কালিহাতী উপজেলার এলেঙ্গা ও মির্জাপুর উপজেলায় রোববার (২৬ মে) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া একই কারণ ও সময়ে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোর্ড ঘর ও হিজলতলী এলাকায়ও সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছে।