মির্জাপুরে সুপেয় পানির কল উদ্বোধন করলেন এমপি শুভ

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
দীর্ঘস্থায়ী দাবদাহে টাঙ্গাইলের মির্জাপুর বাজারে ব্যবসায়ী এবং বাসাবাড়ির মানুষের পানীয় জলের সমস্যা সমাধানে এগিয়ে এলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ। এমপির উদ্যোগে বাজারের কলেজ রোডে প্রেসক্লাব সংলগ্ন রাস্তার পাশে সাবমার্সিবল পাম্পযুক্ত এই নিরাপদ পানীয় জলের কল ও গোসলের ঝাড় স্থাপন করা হয়।
শনিবার (২৫ মে) বিকেলে পাম্পযুক্ত এই নিরাপদ পানীয় জলের কল ও গোসলের ঝাড় উদ্বাধন করেন টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের এমপি খান আহমেদ শুভ।
এছাড়া পানীয় জলের সমস্যা সমাধানের জন্য মির্জাপুর বাজারের ব্যবসায়ী নাদিমের দোকানের পাশে, মেইন রোডের শ্রী শ্রী কালী মন্দিরের সামনে ও মির্জাপুর থানার উত্তর পাশে এমজেড কোচিং সেন্টারের সামনে তিনটি চাপ টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন এমপি শুভ।
এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাহার উদ্দিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, উপজলো আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুর রহমান লাভু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি দীর্ঘস্থায়ী দাবদাহের কারণে পানির স্তর নিচে নেমে গেছে। এ কারণে মির্জাপুর বাজারে এবং বাসা বাড়ির টিউবওয়েলে স্বাভাবিকভাবে পানি উঠছে না। বিশেষ করে চাপ টিউবওয়েলে কোনটিতেই পানি উঠছেনা। বিষয়টি জানার পর খান আহমেদ শুভ এমপি মির্জাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশনী বাহার উদ্দিনের সঙ্গে পরামর্শ করে বাজারের পাম্পযুক্ত একটি নলকুপ ও তিনটি চাপকল স্থাপনের উদ্যোগ নেন। ইতোমধ্যে কলেজ রোডে মির্জাপুর প্রেসক্লাবের সামনে রাস্তার পাশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় পাকা ও টাইলস করে নলকূপ স্থাপনের কাজ শেষ হয়েছে।
কলেজ রোডের সেনেটারি ব্যবসায়ী সোহেল ভূইয়া বলেন, টিউবওয়লে পানি না উঠায় আমরা খুবই সমস্যায় ছিলাম। এমপি মহোদয় নিজ উদ্যোগে এগিয়ে এসে আমাদের পানির সমস্যা সমাধান করে দিয়েছেন।
খান আহমেদ শুভ এমপি বলেন, প্রচন্ড খরার কারণে মির্জাপুর বাজারে পানির লেয়ার নীচে নেমে যাওয়ায় নলখূপগুলোতে পানি উঠছিলনা। এতে খাবার পানির সমস্যা দেখা দেয়, বিষয়টি জানার পর বাজারের জনগুরুত্বপূর্ণ স্থানে পাকাকরণের মাধ্যমে সাবমার্সিবল পাম্পযুক্ত একটি পানির কল ও তিনটি চাপকল স্থাপন করা হয়েছে।

 

২৭৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *