
স্টাফ রিপোর্টার ॥
আগামীকাল বুধবার (২৯ মে) ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৮ মে) দুপুরের পর থেকে ব্যালট বাক্সসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শুরু হয়।
সংশ্লিষ্ট উপজেলার কেন্দ্রগুলোর প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট গ্রহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তরা টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা হলরুম থেকে রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। পরে এসব সরঞ্জাম আইনশৃংখলা বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট গ্রহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তরা।
এদিকে, সুষ্ঠ নির্বাচনের জন্য সকল প্রস্তুুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টহলে আছে।
টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৯৭৬ জন এবং মহিলা ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৮ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০টি।
নাগরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৩৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৫২ জন, মহিলা ভোটার ১ লাখ ২৯ হাজার ৯৮১ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ৪ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৮টি।
দেলদুয়ার উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৫৮৪ জন, মহিলা ভোটার ৯১ হাজার ১৭১ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ৩ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫৯টি।