স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
আসন্ন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এম মুজাহিদুল ইসলাম মনিরের নির্বাচনী প্রচারণার একটি অফিস বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তার নির্বাচনী প্রচারণার অফিস বন্ধ করে দেন। এছাড়া অফিসে থাকা আসবাবপত্র (চেয়ার-টেবিল) মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, আসন্ন মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এম মুজাহিদুল ইসলাম মনির (কাপ-পিরিচ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ক্রীড়া সংস্থা ভবনের পাশে বিদ্যালয়ের জমির টিনের একটি ঘরে অফিস নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে নির্বাচনী প্রচারণার ওই অফিস বন্ধ করে দেন। এছাড়া ওই অফিসে থাকা আসবাবপত্র (চেয়ার-টেবিল) মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বুঝিয়ে দেন তিনি।
মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান ও সহকারি প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার বলেন, বিদ্যালয়ের জমিতে নির্মাণকৃত টিনের একটি ঘরে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী এস এম মুজাহিদুল ইসলাম মনিরের নির্বাচনী প্রচারণার অফিস করা হয়েছিল। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান অফিসটি বন্ধ করে দিয়েছেন। এছাড়া আসবাবপত্র (চেয়ার-টেবিল) বিদ্যালয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। এজন্য আসবাবপত্র বিদ্যালয়ে আনা হয়েছে।
মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের জমিতে নির্বাচনী প্রচারণার অফিস করায় তা বন্ধ করে দেয়া হয়েছে। নির্বাচনী অফিসে ব্যবহৃত আসবাবপত্র (চেয়ার-টেবিল) জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
মির্জাপুরে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস বন্ধ করলেন এসিল্যান্ড
২৪৮ Views