
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (২৯ মে) জেলার দেলদুয়ার, নাগরপুর ও সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। নির্বাচন শেষে রাতে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন। এই তিন উপজেলায় মোট ১৯ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজীব (উড়োজাহাজ) প্রতীকে ৫০ হাজার ৮০৮ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল রানা (গ্যাস সিলিন্ডার) প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৮৭ ভোট। অন্যান্য প্রার্থীরা হলেন- সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর (টিয়া পাখি) প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৯০ ভোট, আজগর আলী (চশমা) প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২৫৯ ভোট, এসএম হায়দর আলী (তালা) প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬১ ভোট, সাইফুল ইসলাম (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৩১ ভোট। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (তালা) প্রতীকে ১০ হাজার ৮৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতন প্রতিদ্বন্দ্বী উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ঠান্ডু মিয়া (টিউবওয়েল) প্রতীকে ১০ হাজার ৩৯৯ ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থীরা হলেন- সোলায়মান (টিয়া পাখি) প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৪৩ ভোট, গোলাম মোস্তফা (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৯২ ভোট, বাবর আল মামুন (বৈদ্যুতিক বাল্ব) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৫৫ ভোট, হারুন অর রশীদ (গ্যাস সিলিন্ডার) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭১৪ ভোট, আনিসুজ্জামান (চশমা) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬০৭ ভোট, শফিকুল ইসলাম (বই) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২০ ভোট, রফিকুল ইসলাম (মাইক) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৬ ভোট। নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মশিউর রহমান হৃদয় ২১ হাজার ৮৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও বর্তমান ভাইস এসএম এহসানুল হক সুমন (টিউবওয়েল) প্রতীকে ১৭ হাজার ৩৫৫ ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থীরা হলেন- রুহুল আমিন (চশমা) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪৬৯ ভোট, মাসুদ (পালকি) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৫৬ ভোট, সরোয়ার হোসেন (টিয়া পাখি) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭২২ ভোট। দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।