
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (২৯ মে) জেলার দেলদুয়ার, নাগরপুর ও সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। নির্বাচন শেষে রাতে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন। এই তিন উপজেলায় মোট ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঊষা আক্তার (প্রজাপতি) প্রতীকে ৭৮ হাজার ৬২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পপি গুহ (পদ্মফুল) প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১৭৬ ভোট। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জরিনা বেগম (পদ্মফুল) ১৭ হাজার ৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন্নাহার (ফুটবল) প্রতীকে ১৪ হাজার ৪০৭ ভোট পেয়েছেন। অপর প্রার্থীরা হলেন- ছামিনা বেগম (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ১১ হাজার ৭৭২ ভোট পেয়েছেন, সাফিয়া ইউসুফ (কলস) প্রতীকে ৭ হাজার ৯৩৭ ভোট পেয়েছেন, জিয়াসমিন আক্তার (হাঁস) প্রতীকে ৪ হাজার ৭৩৯ ভোট পেয়েছেন। নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাহিদা সুলতানা পলি (পদ্মফুল) প্রতীকে ৩২ হাজার ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজা বেগম (কলস) প্রতীকে ২৩ হাজার ৪৬ ভোট পেয়েছেন। এছাড়া অপর প্রার্থী হোসনে আরা আক্তার (ফুটবল) প্রতীকে ৫ হাজার ৫৮২ ভোট পেয়েছেন। দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।