
স্টাফ রিপোর্টার ।।
“তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের রক্ষা করি প্রতিপাদ্যে শুক্রবার (৩১ মে) টাঙ্গাইলে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে বিভিন্ন কর্মসুচীর আয়োজন করা হয়। সকালে টাঙ্গাইল পৌরসভা ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। পৌর মেয়র এস,এম. সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে শোভাযাত্রায় কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। এরআগে পৌর ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।