স্টাফ রিপোর্টার ।।
সারা দেশের মতো টাঙ্গাইলেও শনিবার (১ জুন) অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। সকালে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের আছিয়া আজিজ কমিউনিটি ক্লিনিকে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন। এসময় সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৬ হাজার ১৪৯ শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।