স্টাফ রিপোর্টার ॥
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী (৫ জুন) টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে বাসাইল উপজেলা শহর, গ্রামের হাট-বাজার, অলিগলিসহ বিভিন্ন এলাকা ও পথে প্রান্তর। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।
বাসাইল উপজেলা নির্বাচন সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি থাকলেও কৃষক, শ্রমজীবী ও কর্মব্যস্ত মানুষের মাঝে ভোটের আমেজ তৈরি হয়েছে। এদিকে ইতোমধ্যে কয়েকজন প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে। এবার জাতীয় পার্টি, জাসদ, বাসদ বামজোট, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য রাজনৈতিক দল সমর্থিত কোনো প্রার্থী বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বা প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী অলিদ ইসলাম (আনারস), উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউস (মোটরসাইকেল), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ মাওলানা কাজী শহিদুল ইসলাম (দোয়াত কলম), বর্তমান ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন (হেলিকপ্টার) ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন লাভলু (ঘোড়া) ।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আতিকুর রহমান (বৈদ্যুতিক বাল্ব), নুরুল ইসলাম খান (উড়োজাহাজ), বিজয় আহমেদ (চশমা), মোকছেদ খলিফা (তালা), সাইফুল ইসলাম (টিউবওয়েল), সাদিকুর রহমান (টিয়াপাখি), শহিদুল ইসলাম (মাইক) প্রতীক নিয়ে লড়ছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জবেদা বেগম (প্রজাপতি), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার (ফুটবল), রেখা বেগম (কলস) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বাসাইল উপজেলা নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্রুখ খান টাঙ্গাইল নিউজবিডিকে জানান, নির্বাচন ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন। কোথাও যদি আচরণ বিধিমালার লঙ্ঘন হয় আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করছি। বাসাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৭৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৩৪২ জন এবং মহিলা ভোটার ৭৫ হাজার ৪৩৭ জন। মোট ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫৩টি কেন্দ্রে ৩২৭টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।