নুর আলম, গোপালপুর ॥
উপজেলা নির্বাচনের ২ দিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ খাইরুল ইসলাম।
তিনি জানান, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
সোমবার (৩ জুন) বেলা বিকেল ৫ ঘটিকার সময় গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে বিষয়টি তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন। এ সময় তার সমর্থকরা সাথে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ খাইরুল ইসলাম সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, উপস্থিত প্রিয় সাংবাদিক ও সুধীবৃন্দ আমি খায়রুল ইসলাম ৫ই জুন উপজেলা পরিষদ নির্বাচনে গোপালপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলাম কিন্তু পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার জন্য আগামী ৫ই জুনের নির্বাচনের প্রতিদ্বন্দিতা হতে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিগত দিনগুলোতে যারা আমার নির্বাচনী কাজের সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা রইল। গোপালপুর উপজেলা বাসীর কাছে আমার পরিবার ও আমার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।
গোপালপুর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খায়রুল ইসলাম
১২৪ Views