নুর আলম, গোপালপুর ॥
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার কোনাবাড়ী নিবাসী গোপালপুর থানার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তারা মিয়া বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সোমবার (৩ জুন) সকাল ৭টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাদ আছর গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, জানাজা শেষে আভূঙ্গী কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় ।
তাহার মৃত্যুকালে বয়স ছিল (৭০) বছর, মৃত্যুকালে স্ত্রীসহ তিনটি সন্তান ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান।
মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শমেরেন্দ্র নাথ সরকার বিমল বলেন, তাহার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত হতো তাহার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।
বীর মুক্তিযোদ্ধা তারা কমান্ডারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
৭৭ Views