মির্জাপুরে শেষ মুর্হুতে জমে উঠেছে উপজেলা নির্বাচন ॥ প্রার্থীরা ব্যস্ত

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে শেষ মুর্হুতে জমে উঠেছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। সাধারণ ভোটাররা প্রার্থীদের প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে যে প্রার্থীর কর্মকান্ডের উপর নির্ভর করে ভোট দিতে চান। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামী (৫ জুন) চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা।
প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহরের অলিগলি ও গ্রামের হাট-বাজার। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া ও মাইকিংয়ে ভিন্নমাত্রা যোগ করেছে প্রচারণায়। তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান সাধারণ ভোটাররা। তাই নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।
মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস টাঙ্গাইল নিউজবিডিকে জানায়, মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ-পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা শওকত মিয়া (টিউবওয়েল), উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম (তালা) প্রতীক নিয়ে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা আক্তার শিফা (ফুটবল), বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবা শাহরীন (কলস) ও টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাস) প্রতীক নিয়ে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান টাঙ্গাইল নিউজবিডিকে জানান, প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন। কোথাও যদি আচরণবিধির লঙ্ঘন হয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসাইন হাই জকি টাঙ্গাইল নিউজবিডিকে জানান, নির্বাচন ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে।

 

 

১৫১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *