স্টাফ রিপোর্টার ॥
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার (৫ জুন)। টাঙ্গাইল জেলার বাসাইল, সখীপুর, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গোপালপুর উপজেলায় শুধু চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৪ জুন) দুপুরের পর থেকে ব্যালট বাক্স, ভোটার তালিকা, সীল, কালিসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শুরু হয়। প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলার হলরুম থেকে রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। পরে তারা এসব সরঞ্জাম আইনশৃংখলা বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রগুলোতে নিয়ে যান।
এদিকে, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুুতি গ্রহন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদলত টহলে আছে।
বাসাইল উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৮৩০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৬৩১ জন এবং মহিলা ভোটার ৭৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫৮টি।
সখীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান ৪ পদে জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৯৪৬ জন, মহিলা ভোটার ১ লাখ ২১ হাজার ৭৪৪ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজরা) ভোটার ২ জন। এতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৩ টি।
মির্জাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থ প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৮৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ১১৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭৩২ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজরা) ভোটার ৬ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৪ টি।
গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতা নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ১০৫ জন, মহিলা ভোটার ১ লাখ ১৫ হাজার ২৫৪ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮২ টি।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।