মাভাবিপ্রবিতে কর্মকর্তাদের মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত

টাঙ্গাইল শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কর্মকর্তাদের অংশগ্রহণে সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অর্ন্তভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উপদেষ্টা ও মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মজনু, মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎ বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানী। এ সময় বক্তারা সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে প্রত্যাহার ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

 

৯৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *