হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করণের লক্ষ্যে মানববন্ধন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস। বুধবার (৫ জুন) সকালে উপজেলার ২৫ মাইল এলাকায় কারিতাসের আইসিটি সেন্টার সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে গারো নারী পুরুষরা এ মানববন্ধন করে। কারিতাসের আইএফএস-আইসিটি প্রকল্পের আয়োজিত নিরাপদ খাদ্য নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনের উদ্বোধন করেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।
এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা সূচনা রুরাম।
বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আইএফএস- আইসিটি প্রকল্পের ফোকাল পার্সন উজ্জ্বল চক্রবর্তী, কারিতাসের কৃষক দলের নারী কল্পনা মৃ, আনতা চাম্বুগং, পালিনা আজিম, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আইএফএস- আইসিটি প্রকল্পের মাঠ কর্মকর্তা শাশ্বত রিছিল, কমিউনিটি অর্গানাইজেশনের সুষ্ময় নকরেক প্রমুখ।
মানব বন্ধনে কারিতাসের কর্মকর্তা কর্মচারী, কৃষক কৃষাণী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মধুপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করণের কারিতাসের মানববন্ধন
২১৯ Views