স্টাফ রিপোর্টার,মির্জাপুর।।
টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার (৯ জুন) দুপুরে উপজেলার অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা সীমান্তর মির্জাপুর সদরের বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আম্বার আলী খান, বীর মুুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, বীর মুক্তিযেযাদ্ধা তমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত টাঙ্গাাইল-৭ মির্জাপুর আসনের টানা চারবারের সাংসদ প্রয়াত একাব্বর হোসেনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সীমান্ত গত ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে আনারস প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। প্রতিদিন শত শত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা সীমান্তকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বলে জানা গেছে।
ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, আমার বাবা নেই। সকল মুক্তিযোদ্ধাই আমার অভিভাবক। উপজেলার সকল মুক্তিযোদ্ধারা আমাকে নিজের সন্তান ভেবে যার যার অবস্থান থেকে কাজ করে আমাকে বিজয়ী করেছেন। আমি মুক্তিযোদ্ধাসহ উপজেলাবাসীর কাছে চিরকৃতজ্ঞ।
মির্জপুর উপজেলা চেয়ারম্যান সীমান্তকে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা
১৭১ Views