স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ জুন) “গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। স্থানীয় সরকারের উপ-পরিচালক শিহাব রায়হান এর সভাপতিত্বে সভায় ইউনিয়ন পরিষদের সচিব,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডিষ্ট্রিক ম্যানেজার, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গত ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে জেলার ১২ টি উপজেলার ১২০ টি ইউনিয়নে কার্যক্রম শুরু করেছে।
৭৭ Views