বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় প্রায় আড়াই কোটি টাকার টোল আদায়

কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ

হাসান সিকদার ॥
আর মাত্র ৭ দিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশু ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে কয়েকগুণ। কিন্তু মহাসড়কে যাত্রীবাহী পরিবহন কম থাকায় স্বাভাবিক গতিতেই বর্তমানে যানবাহন চলাচল করছে। এখনও যানজট পরিস্থিতির সৃষ্টি হয়নি মহাসড়কে। সোমবার (১০ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল টাঙ্গাইল নিউজবিডিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতুর সাইট অফিস সূত্রে জানা যায়, গত শনিবার (৮ জুন) রাত ১২টা থেকে রবিবার (৯ জুন) রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ২৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১২ হাজার ৪৭৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৬’শ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১২ হাজার ৭৯২টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল টাঙ্গাইল নিউজবিডিকে আরও বলেন, অন্য সময়ে চেয়ে মহাসড়কে পশু ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

 

 

 

 

 

১০১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *