
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে কাঠের তৈরি একটি খাট উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সহদপ্তÍর সম্পাদক ও খাট ব্যবসায়ী রফিক খান মামুুন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে এই খাট উপহার দেন। নির্বাচনী প্রতীক আনারসের নকসা বানিয়ে কাঠের তৈরি খাট উপহার দেয়া হয় তাকে। এই খাটটি তৈরিতে এক লাখ ২৩ হাজার টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, পিপন মল্লিক, বাবু চৌধুরী, রেমন মোল্লা, সিয়াম হোসেন, হুমাায়ুন খান, সোহাগ মল্লিক, সেলিম হোসেন, হাসিব খন্দকার, মাজেদুর রহমান খান ও নাইম খান উপস্থিত ছিলেন।
জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সহদপ্তÍর সম্পাদক ও খাট ব্যবসায়ী রফিক খান মামুুন বলেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সংসদ সদস্য প্রয়াত একাব্বর হোসেনের ছেলে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তখন থেকেই অনেক আত্মবিশ্বাসী ছিলাম যে, সীমান্ত বিজয়ী হবেন। আমি এই আত্মবিশ্বাস থেকে সীমান্তর নির্বাচনী প্রতীক আনারসের নকসা দিয়ে খাটটি তৈরির কাজ শুরু করি। গত (৮ জুন) খাটের কাজ শেষ হলে মঙ্গলবার (১১ জুন) নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে খাটটি উপহার হিসেবে দিয়েছি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, রফিক খান মামুুন আমার একজন ভক্তই নন। তিনি আওয়ামী লীগের একজন পরিশ্রমি নেতাও। আমি তার দেয়া উপহার গ্রহণ করেছি।