ভূঞাপুরে কিশোর গ্যাংয়ের হামলায় প্রবাসী আহত

অপরাধ টাঙ্গাইল ভূঞাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক প্রবাসী গুরুত্বর আহত হয়েছে। এ সময় তার কাছে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে গ্যাংয়ের সদস্যরা। পরে ওই প্রবাসী দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নিলে হত্যার হুমকি দিয়ে চলে যায় তারা। আহত বাহরাইন প্রবাসী জাহাঙ্গীর আলম তালুকদার ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে। তিনি সম্প্রতি বাহরাইন থেকে দেশে এসেছেন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পুকুরপাড়ের আশপাশে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এতে ওই এলাকায় গ্রুপ ভিত্তিক কিশোর গ্যাংয়ের তৈরি হয়েছে। রাজনৈতিক ছত্রছাড়ায় এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠছে। প্রতিনিয়ত দলের সদস্যরা রাস্তা আটকিয়ে মানুষের সর্বস্ব লুটে নেয়। ওই এলাকায় প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হামলার শিকার জাহাঙ্গীর তার ভাতিজাকে নিয়ে বাসার দিকে যাচ্ছিল। এ সময় পুকুরপাড়ে অবস্থিত স্যার শাহরিয়ার মার্কেটের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যদের রাস্তা থেকে মোটরসাইকেল সরাতে বলে জাহাঙ্গীর। এই নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে সে প্রাণরক্ষার্থে দৌড়ে একটি বাসায় আশ্রয় নিলে সেখানেও হামলা চালায় তারা। এ সময় প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় গ্যাংয়ের সদস্যরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর আগেও ওই এলাকায় এক যুবলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছিল।
হামলার শিকার আহত জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, মাদরাসা থেকে ভাতিজাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের মোটরসাইকেলগুলো রাস্তার উপর থেকে সরিয়ে রাখতে বলি। এতে তারা চড়াও হয়ে অকথ্যভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে ১০জন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় আমার কাছে থাকা ৯০ হাজার টাকা ছিনতাই করার চেষ্টা করে। পরে প্রাণ বাঁচাতে দৌড়ে একটি বাসায় আশ্রয় নিই। সেখানেও হামলার করে। পরে লোকজন এগিয়ে আসলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা একজন জনপ্রতিনিধির গ্রুপের সদস্য। স্থানীয়রাও তাদের নাম পরিচয় বলতে সাহস পায় না।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ বলেন, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

১৯৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *