স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদী থেকে আসাদুল (১২) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) উপজেলার এলাসিন ইউনিয়নে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিখোঁজের তিন দিন পর আসাদুলের লাশ দেলদুয়ারের এলাসিনে ভেসে উঠে। নিহত আসাদুল (১২) নাগরপুর উপজেলার শাহজানী গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুৎ সরকার টাঙ্গাইল নিউজবিডিকে জানান, স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় একজনের লাশ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেন। গত (৯ জুন) দুপুরে টাঙ্গাইল সদরের বহুলি এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে আসাদুল (১২) নিখোঁজ হয়েছিল।
২১১ Views