স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে পৌর এলাকার ঘাটান্দী গ্রামের জনসাধারণ।
বুধবার (১২ জুন) সন্ধায় বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সাব রেজিস্ট্রার অফিসের সামনে থেকে শুরু করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূঞাপুর বাসস্ট্যান্ডে পথসভা করে শেষ করে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম তালুকদার বাবলু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, সাবেক কাউন্সিলর আজহারুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।
জানা যায়, সম্প্রতি ভূঞাপুর পৌর এলাকায় কিশোর গ্যাংয়ের অত্যাচার অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। এদের হামলার স্বীকার হয়ে আহত হয়েছে অনেক সাধারণ জনগণ। রাজনৈতিক আশ্রয়ে থাকা এসব কিশোরদের বিরুদ্ধে কেউ মুখ ফুটে কিছু বলতে পারছে না। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার ঘাটান্দী গ্রামের জাহাঙ্গীর নামে এক প্রবাসীকে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে ধরে মারধর করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে ফুলে ফেঁপে উঠছে সাধারণ জনগণ। এছাড়া গত কয়েক দিনে অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব, ঠিকাদার ফরহাদ, সাংবাদিক সোহেল ও ৮ নং ওয়ার্ডের মান্নান কাউন্সিলরের উপর হামলা চালিয়ে আহত করে। এত ঘটনার পরেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
ভূঞাপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিক্ষোভ
১৯১ Views