স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরের থানা পাড়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো অফিসের ভবণ নির্মাণ করার সময় আট তলা থেকে পরে ঘটনাস্থলেই মারা যান মোত্তাকিন হোসেন মেসন (২০) নামের এক নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। মোত্তাকিন হোসেন চাপাইনবাগঞ্জের কোড়াগ্রামের তোকফাজুল ইসলামের ছেলে।
থানা পাড়ার এলাকার বাসিন্দারা জানান, কয়েক বছর যাবত নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ছাড়াই ব্যুরো অফিসের ভবণ নির্মাণ কাজ শুরু হয়। বৃহস্পতিবারও একাধিক শ্রমিক নিরাপত্তা ছাড়া কাজ শুরু করে। নির্মাণাধীন ভবণের ৮ তলার বাইরে মোত্তাকিন হোসেন কাজ করার সময় দুপুর ১২ টায় পরে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোত্তাকিনের চাচাতো ভাই মোরসালিন বলেন, বৃহস্পতিবার (১৩ জুন) কাজ শেষে মোত্তাকিনের ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার কথা ছিলো। কাজের শেষ দিন সকালে নির্মানাধীন ওই ভবনের আট তলার বাইরে অংশের দেয়ালে কাজ করছিল। এ সময় মাচাল ভেঙে সে নীচে পড়ে যায়। এভাবে ওর মৃত্যু মেনে নেয়া যায় না। ওর পরিবারকে কিভাবে বুঝাবো আমি তা ভেবে পাচ্ছি না।
এ বিষয়ে ব্যুরোর ম্যানেজার শামসুল আলমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়া লাশ নেয়ার জন্য আবেদন করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টাঙ্গাইলে আটতলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত
১১৪ Views