ঘাটাইল প্রতিনিধি ।।
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপজেলা কার্যালয়ের উদ্যোগে পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বার্হী অফিসার ইরতিজা হাসান। অনুষ্ঠানে ১৫ জন ক্ষুদ্র ও মাঝারী পল্লী উদ্যোক্তাদের মাঝে মোট ৩৪ লাখ ৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঘাটাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোঃ রুহুল আমিন,উপজেলা বিআরডিবি উন্নয়ন অফিসার মোঃ মাজাহারুল ইমলাম, উদ্দোক্তা মোঃ এনায়েত করিম প্রমুখ। সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপজেলা বিআরডিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১২৪ Views