
স্টাফ রিপোর্টার।।
পরিবেশ ও সমাজসেবামূলক সেচ্ছাসেবী সংগঠন “সেফ লাইফ বাংলাদেশ” এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন) সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রায় এক হাজার নিম্ন-আয়ের মানুষের মাঝে পাঞ্জাবি ও পোশাক বিতরণ করা হয়।
সেফ লাইফ বাংলাদেশ সভাপতি মো. রুবেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। আরো বক্তব্য রাখেন পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ, বিশিষ্ট ন্যাট্য ব্যক্তিত্ব বিপ্লব দত্ত পল্টন, বিশিষ্ট কবি ও অধ্যাপক তরুন ইউসুফ, সেফ লাইফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অন্যরা।