স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য ছানোয়ার হোসেন শুক্রবার (১৪ জুন) পৌর শহরের তৃনমুল ভবনে আয়োজিত অনুষ্ঠনে সদর উপজেলার ৪৮ জন ব্যক্তির মাঝে মোট ২১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এসময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।