স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ শনিবার (১৫ জুন) বিকেলে প্রেসক্লাব মিলনায়তন থেকে এই চেক বিতরণ করেন।
এ সময় মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র শহীদুর রহমান, শহিদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি এসএম মোজাহিদুল ইসলাম মনির, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুর রহমান লাভু, শিক্ষা ও মানব সম্পদ বিষযক সম্পাদক আব্দুর রউফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন গ্রামের ৫১ জন অসুস্থ নারী পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের ২৪ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
মির্জাপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
৮৪ Views