সাদ্দাম ইমন॥
রাত পোহালেই সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আযহা। ধর্মপ্রাণ মুসলিমদের দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আযহা। টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। সেখানকার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষ। এ বিষয়টি টাঙ্গাইল নিউজবিডিকে জানিয়েছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর।
এবার টাঙ্গাইল জেলা শহরসহ ১২টি উপজেলায় দুই হাজার ৮২ জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, জেলায় এবার দুই হাজার ৮২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৪৫টি, মির্জাপুরে ২৩০টি, বাসাইলে ৫৪টি, দেলদুয়ারে ১২৬টি, সখীপুরে ১৬৩টি, নাগরপুরে ১৪০টি, কালিহাতীতে ১৪০টি, ঘাটাইলে ৩০৬টি, ভূঞাপুরে ১০০টি, গোপালপুরে ২৯৮টি, মধুপুরে ২১০টি এবং ধনবাড়ী উপজেলায় ১৭০টি ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। সূত্রমতে, ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি জামাতে স্ব স্ব এলাকার বিশিষ্ট ইমামরা ইমামতি করবেন।
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে স্বাচ্ছন্দে ঈদের নামাজ পড়তে পারেন তারজন্য পৌরসভা থেকে কয়েকটি ঈদুল আজহার মাঠে আর্থিক অনুদান দেয়া হয়েছে। এছাড়াও তিনি টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে গত ঈদে মহিলাদের নামাজের জায়গা করার জন্য ঘোষনা দিয়েছিলেন। কিন্তু অর্নিবার্য কারণ বশত সেটি স্থগিত করেছেন তিনি বলে জানান।
অপরদিকে ঈদ গাঁ মাঠের নিরাপত্তা প্রস্তুতি রয়েছে বলে জানান টাঙ্গাইল র্যাব-১৪ কম্পানী কমান্ডার মনজুর মেহেদী ইসলাম। তিনি টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, আমরা ঈদুল আযহাকে কেন্দ্র করে গরুর হাট, মহাসড়কসহ ঈদের মাঠ ঘিরে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা রেখে নজরদারীতে রাখছি। আমরা আশা করি, ঈদের জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।