বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে প্রজেক্ট “মেহেদী রঙে আমাদের ঈদ” সিজন-২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুন) সকাল দশটায় টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে শিশুদের নিয়ে প্রজেক্ট মেহেদীর রঙে আমাদের ঈদ অনুষ্ঠিত হয়।
ইভেন্টে ভলেন্টিয়ার ফর বাংলাদেশের সদস্যরা প্রায় ২৫ জন ছিন্নমূল শিশুকে হাতে মেহেদি দিয়ে বিভিন্ন ধরনের নকশা আঁকিয়ে দেয় ও শিশুদের চকলেট প্রদান করা হয়। উক্ত ইভেন্টের লিডার হিসেবে ছিলেন, মাহফুজা জামান মুন এবং কো লিডার হিসেবে ছিলেন সামিয়া রহমান এবং আসির ফয়সাল আদিত। ইভেন্ট ‘মেহেদীর রঙে আমাদের ঈদ’ সিজন-২ প্রজেক্টে ভলেন্টিয়ার ফর বাংলাদেশের টাঙ্গাইল জেলার সভাপতি এস এম সালমান, সাধারণ সম্পাদক আকিবুর রহনান প্রহর, ভারপ্রাপ্ত পাবলিক রিলেশন অফিসার আখিরুল ইল্লিন, কোষাধ্যক্ষ রাকিবুল হাসান রাজু প্রমুখ সেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে ভিবিডি’র মেহেদীর রঙে আমাদের ঈদ অনুষ্ঠান
১১৯ Views