
হাসান সিকদার ॥
রাত পোহালেই ঈদুল আযহা। ঈদযাত্রার শেষ দিনে রবিবার (১৬ জুন) দুপুরের পর থেকেই স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের মানুষ। ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নেই কোন যানজট। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি চালক ও যাত্রীরা। রবিবার (১৬ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এ চিত্র দেখা যায়।
এর আগে অতিরিক্ত গাড়ির চাপ ও রাতে কয়েক দফায় টোল আদায় বন্ধ থাকায় রবিবার (১৬ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ী পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানজট কমতে শুরু করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পাবনাগামী যাত্রী শুভ মিয়া টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, আগে এই মহসাড়কে যানজট লেগেই থাকতো। আর বর্তমানে যানজট ছাড়াই এতো সহজে বাড়ি আসতে পারবো তা কখনও চিন্তাও করেনি। বাস চালক জমির খান টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, ঈদের আগের দিন মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোন যানজট নেই। তবে গাড়ির চাপ আছে। যানজট না হওয়াতে কোন প্রকার ভোগান্তি হয়নি। স্বস্তিতে যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে পেরে খুব ভালো লাগছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান টাঙ্গাইল নিউজবিডিকে জানান, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। ভোর রাতে যানবাহন বিকল ও টোল প্লাজা কয়েকবার বন্ধ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। এই মহাসড়কে দুপুরের পর থেকে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন।