
স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিন পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় লোকজন এবং টাঙ্গাইল জেলাসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজের ইমামতি করেন ২০১ গম্বুজ মসজিদের ইমাম ও খতিব মুফতী আবদুল্লাহ আল মামুন।
নামাজ শেষে সকল দুর্যোগ থেকে মুক্তি লাভ ও বিশ্বশান্তি কামনায় দোয়া করা হয়। পরে আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি করা হয়।






