
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের একটি গ্রামে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী। মঙ্গলবার (১৮ জুন) কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন এই বিয়ে বন্ধ করেন। একই সঙ্গে মেয়ের প্রাপ্ত বয়স হওয়ার আগে বিয়ের আয়োজন করবে না মর্মে লিখিতভাবে মেয়ের মাকে অঙ্গীকার করান ইউএনও।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন টাঙ্গাইল নিউজবিডিকে জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মেয়ের বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। সে খিলদা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। সোমবার (১৭ জুন) রাত ১১ টায় খবর পাওয়া যায় যে, স্কুল পড়ুয়া ওই মেয়েকে তার বাবা-মা জোর করে নিজ ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ও শিক্ষকের সহযোগিতায় মেয়ের অভিভাবকদের সাথে যোগাযোগ করা হয়। এক পর্যায়ে মেয়ের মা দোষ স্বীকার করে ক্ষমা চান এবং মঙ্গলবার (১৮ জুন) সকালে এই মর্মে প্রতিজ্ঞা করেন যে, তিনি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে তার মেয়েকে বিয়ে দিবেন না।