
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই সানি চৌধুরী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম জরিপ, আনাইতারা ইউপির সাবেক চেয়ারম্যান প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিহাদ হাসান, ফয়সাল সিকদার, জামুর্কী ইউপির ১ নম্বর ওয়ার্ড মেম্বার লুৎফর রহমান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।