টাঙ্গাইলের হুগড়ায় ঈদ পূনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ঈদ পূনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সদর উপজেলার হুগড়া ইউনিয়নের উত্তর হুগড়া যুব সমাজের (সরকার বাড়ি) উদ্দ্যোগে সরকার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঈদ পূনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্থানীয় মুরুব্বি সরাফত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও হুগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম। এ সময় আরোও উপস্থিত ছিলেন রাশেদ হাসান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল সামাদ সরকার ,উত্তর হুগড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পুলিশের উপ-পরিদর্শক সুজায়েত হোসেন প্রমুখ।
বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিরা। এ সময় হুগড়া ইউনিয়নের বহু নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

২৩৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *