
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানিয়ারা গ্রামে শহীদ লেফটেন্যান্ট আজিজুল ইসলাম স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদের পর দিন মঙ্গলবার (১৮ জুন) বিকেলে মির্জাপুর উপজেলার বানিয়ারা গ্রামের এসএস ক্লাব মাঠে ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ইউনাইটেড বানিয়ারা ক্লাব টাইব্রেকারে (৩-০) গোলে গোল ডিগার বানিয়ারাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শহীদ লেফটেন্যান্ট আজিজুল ইসলাম স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদ। বীর মুক্তিযোদ্ধা ডাঃ খন্দকার আব্দুল আজিম মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গর্বিত সন্তান মীর এনামুল করিম আমান, মিজানুর রহমান আইয়ুব, খন্দকার ফজলুর বারী ও খন্দকার ইমু। পুরস্কার বিতরণী পরিচালনা করেন রোমান রুবেল।
চমৎকার পরিবেশে ও ছোট মাঠে নয়জন করে খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করে দুই দলে। খেলায় দু’দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলে। নির্ধারিত সময়ে দু’দলই গোল করতে ব্যর্থ হলে টাইব্রেকারে গড়ায় ফাইনাল খেলা। এতে ইউনাইটেড বানিয়ারা (৩-০) গোলে গোল ডিগার বানিয়ারাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সাকিব।
দু’দলে যারা খেলেছেন – ইউনাইটেড বানিয়ারা দল- রাজন, বিপ্র, ফাহিম, সাকিব আরিয়ান, বিশাল, নাবিল, তৌকির ও শিহাব। গোল ডিগার বানিয়ারা- নাঈম, মুস্তাকিম, হাবিব, রাইয়ান, শুভ, রিমান, রাকিব, ফাহিম ও রিসান।
রেফারীঃ শহিদুল ইসলাম মনো।
বানিয়ারা এস এস ক্লাব আয়োজিত এবার দিয়ে চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করে। এতে স্থানীয়ভাবে ৩টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। দলগুলো হলো- ইউনাইটেড বানিয়ারা, গোল ডিগার বানিয়ারা ও বানিয়ারা চ্যালেঞ্জার।