
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে পূর্ব শক্রতার জের ধরে হামলায় ৫ জন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে ফেলা হয়। মঙ্গলবার (১৮ জুন) রাতে উপজেলার সল্লা ইউনিয়নের ভাওয়াল বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ভাওয়াল গ্রামের মোমিনুল ইসলাম, আশিক মন্ডল, মানিক সরকার, সুলতান, মোস্তফা। এ ঘটনায় বুধবার (১৯ জুন) বিকেলে আহত মোমিনুল ইসলামের বাবা কালিহাতী থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, আহতরা মঙ্গলবার (১৮ জুন) রাতে মোটরসাইকেলযোগে ঈদ পরবর্তী ঘুরাঘুরি শেষ করে বাড়িতে ফিরছিলেন। তারা রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে সোহেল মন্ডলের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা বিভিন্ন দেশী অস্ত্র নিয়ে প্রথমে মোমিনুল ইসলামের উপর হামলা করে। এ সময় মোমিনুলের ডাক চিৎকারে তার সহকর্মীরা আশিক, মানিক সরকার, সুলতান এবং মোস্তফা এগিয়ে আসলে তাদের উপর হামলা করা হয়। এ সময় পেট্টোল দিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন মোমিনুল, আশিক, মানিক, সুলতান, মোস্তফাকে গুরুত্বর অবস্থায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
থানায় অভিযোগপত্রের আসামীরা হলেন- কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন ভাওয়াল গ্রামের ফটিক মন্ডল ও তার ছেলে সোহেল মন্ডল, আনিছ মন্ডল, মোশারফ মন্ডল, আতিক মন্ডল, মান্নান মন্ডল, খোকন মন্ডল, খায়রুল মন্ডল, খালেক মন্ডল, ফরহাদ মন্ডল, পারভেজ মন্ডল, লাভলু মন্ডল এবং লতিফ মন্ডল। এছাড়া অজ্ঞাত আরো ৮-১০ জনের নামে মামলার করা হয়।
এ ব্যাপারে থানায় অভিযোগকারী দানেছ আলী মন্ডল টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, এর আগেও তারা এমন হামলার করছিলো। তারা বর্তমানে আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালী নির্দেশনায় তার ছেলে সোহেল মন্ডল হামলা করেছে। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত ফটিক মন্ডল টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, এ ঘটনায় আমি ও আমার ছেলে জড়িত নয়।
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।