স্টাফ রিপোর্টার ।।
উজান থেকে নেমে আসা ঢলের কারনে টাঙ্গাইল জেলার সবকটি প্রধান ও শাখা নদীগুলোর পানি বৃদ্ধির পাশাপাশী বিভিন্ন উপজেলায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। নদী ভাঙ্গনের ফলে বিলীন হচ্ছে ফসলী জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা।
শুক্রবার (২১ জুন) সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর ৫০ পয়েন্টে সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ২৪ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২৫ সেন্টিমিটার, ফটিকজানী নদীর পানি নলচাপা পয়েন্টে ৩৯ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ১৮ সেন্টিমিটার ও মির্জাপুর পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে, এসব নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।