মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। শনিবার (২২ জুন) সকালে মধুপুর বাসস্ট্যান্ডে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। ঈদুল আযহা পরবর্তী অতিরিক্ত গাড়ীর ভাড়া আদায় করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বিনিময় পরিবহন এবং বিপুল পরিবহনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়াসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন টাঙ্গাইল নিউজবিডিকে জানান, মধুপুর বাসস্ট্যান্ডে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মধুপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ॥ মোবাইল কোর্টে জরিমানা
৭১ Views