স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলের দুইটি নদীর পানি সামান্য কমলেও অন্য নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে। ২৩ জুন রবিবার সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৭ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ১০ সেন্টিমিটার কমেছে। অপরদিকে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২ সেন্টিমিটার, ফটিকজানী নদীর পানি নলচাপা ব্রীজ পয়েন্টে ১০ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ১৫ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ১৪ সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে, টাঙ্গাইল সদর, ভুঞাপুর ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা ব্যাপকহারে নদী ভাঙনের কবলে পরেছে। ভাঙ্গনের কবলে পরে গতকয়েক দিন যাবৎ নদী তীরবর্তি এলাকার ফসলী জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদী গর্ভে চলে যাচ্ছে।
টাঙ্গাইলের দুই নদীর পানি কমলেও অন্যগুলোর পানি বৃদ্ধি অব্যাহত
৬৭ Views